হাজী মোঃ সেলিম ইন্তেকাল .করিয়াছেন..ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
শনি বার দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল হইতে মৃতদেহ কে নিজ বাসা রঙ্গিপাড়ায় নিয়ে আসেন তার সন্তানরা। তারা জানান তিনি চট্টগ্রাম আগ্রাবাদ উত্তরা মটরস কোম্পানিতে ছাকুরী করিতেন।
জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে, রঙ্গিপাড়া মসজিদে। তিনি কি কারনে মৃত্যু বরন করলেন বিস্তারিত বড় ছেলে মোঃ ওয়াছিপ পরে জানাবেন বলেন,
তাহাদের বড় ছেলের নাম মোঃ ওয়াছিপ–ফোন নং ০১৭১৫৪৪৪৪২৬ =
.জানাজায় অংস গ্রহন করে মরহুমের আত্মার রুহের মাগফিরাত কামনা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। তিনি একজন মানুষ হিসেবে সৎ ও আদর্শবান , একজন সাদা মনের মানুষ ছিলেন। আবারো বলি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।