তৈয়বুর ররহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্বর্ণের দোকানের শাটারের তালা ভেঙ্গে রূপা, স্বর্ণলংকারসহ ৩ লক্ষ টাকার মালামাল চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার শাওন শিল্পালয়ে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জিঞ্জাসাবাদের জন্য বাজার পাহারাদারদেরকে থানায় আনা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জানাযায়, শাওন শিল্পালয়ে মালিক শ্যামল রায় জানান,
রাতের আধারে কে বা কাহারা শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে আমার দোকানের শাটারের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। পরে চোরচক্ররা সিন্দুকের তালা ভেঙ্গে সাড়ে তিন ভরি স্বর্ণ ও পনেরো ভরি রূপাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।