কালীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে।

মঙ্গলবার বিকেল উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৩ শতাধীক মোটরসাইকেল জামায়েত হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চেয়ারম্যান মনোনয় প্রত্যাশী আলহাজ্ব আব্দুল জলিল শেখের নেতৃত্বে র‌্যালীটি নরুন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় নরুন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল জলিল শেখ, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ মজিবুর রহমান খান, জেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের গাজীপুর শাখার সিনিয়র সহ-সভাপতি মাহমুদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ গাজীপুর মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক- একামউদ্দিন ভূইয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।