তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র মুক্ত দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (০২ জানুয়ারী) বিকেলে উপজেলার পৌর ৭ নম্বর ওয়ার্ড আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উত্তর গাঁও তাঁতীবাজার সংলগ্ন মাঠে।
ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ সেলিম মেম্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুইদুর রহমান ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খান কনক, সদস্য হাসেম ভুইয়া, হাসান শরিফ খান ববি, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্ন, কালীগঞ্জ শ্রমীক
কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা অহমেদ, পৌর যুবলীগের সভাপতি রেজাউর রহমান আশরাফী খোকন, শেখ রাসেল জাতীয় শিশু কিশুর পরিষদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপু, যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- আওয়ামীলীগ সরকার জনগনের সেবা করার সরকার, আর এই সেবা করার যে প্রতিক তা হলো নৌকা মার্কা।
আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে একটি ভাল মানুষকে নৌকা প্রতীক মনোনয়ন দেয়া হয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের উপর আপনারা বিশ্বাস রাখেন এই সরকার ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ্