তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উন্নয়ন ভাবনা ২০২১, মতবিনিময় ও নাগরিক সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার (০২ জানুয়ারী) দুপুরে উপজেলার পৌর ৮ নম্বর ওয়ার্ড আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
ওয়ার্ড আ’লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ড কমিশনার আমির হোসেন খাঁনের নিজ উদ্ব্যোগে প্রায় ৫ হাজার নেতা কর্মীদের মাঝে ফ্রী মাক্স বিতরণ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের
সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, কালীগঞ্জ শ্রমীক কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার তারা বন্ধ করে দিয়েছিল। আজ বাংলাদেশ গুড়ে দাড়িয়েছে যোগ্য পিতার যোগ্য কন্যার হাতে বাংলাদেশ আছে বলে। ১২ বছর আপনাদের সাথে অত্র এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেছি। এই বারো বছরে যে উন্নয়ন হয়েছে বিগত সকল উন্নয়ন একত্রিত করে যার সমতুল্য হবে না।