ভূরুঙ্গামারীতে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিানে শীতবস্ত্র বিতরণ,

মাঈদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ সুপার, কুড়িগ্রাম এর বিদায় সংবর্ধনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মতিঝিল মডেল হাই স্কুল ,ঢাকা এসএসসি ব্যাচ/ ১৯৯৪ এর অর্থায়নে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় দুই শতাধীক দলিত, হরিজন ও দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমের  ভূরুঙ্গামারী প্রেস ক্লাব  পুলিশ সুপার কুড়িগ্রাম, মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

এতে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ওসি মুহা.আতিয়ার রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ক্রিয়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, প্রেস ক্লাব সম্পাদক সম্পাদক এমদাদুল হক সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন