তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে ছাব্বির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
যার নম্বর ৯। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযানচালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ওই আসামীদের মঙ্গলবার বিকেলে গাজীপুর আদালতের প্রেরণ করেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম(২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন(২০), একই জেলার গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান(৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন(৩০) ও মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া(৪০)।
ভিকটিম বলেন, রোববার (১০ জানুয়ারি) রাত উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিকশায় চার জন যাত্রী ওঠেন। তারা পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলেন।
যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় পৌঁছে অটোরিকশা থামিয়ে প্র¯্রাব করতে যাই। সেসময় তারা আমার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি না পেয়ে গত সোমবার সকালে ওই চার যাত্রীর নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করি।
Discussion about this post