তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে কেক কেটে ৮ম বর্ষপূর্তি পালিত হেয়েছে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এশিয়ান টিভি’র কালীগঞ্জ প্রতিনিধি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বিটিভি’র নাট্যকার বিন্দু সুমন রোজাররিও ও ঢাকা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাহমিনা আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-
উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এস.এম.রবিন হোসেন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুল গাফফার, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আলামিন দেওয়ান, নিউজ ১৬ টিভির কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক লোকমান হোসেন পনির হোসেন, দৈনিক ডেল্টা টাইমস্ কালীগঞ্জ প্রতিনিধি
সাংবাদিক তৈয়বুর রহমান, কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ শ্রমীক কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা প্রমুখ
Discussion about this post