তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ আবু বকর সিদ্দিকের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গাজীপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে এক মানব বন্ধান ও প্রতিবাদ সভা করা হয়েছে।মানবন্ধন শেষে ডিসি অফিস ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মরকলিপি প্রদান করা হয়।
এ সময় গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেটিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামী গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গ: সংবাদ প্রকাশের জেরে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধ্যে ফেলে রেখে যায় পরবর্তীতে প্রতক্ষ্যদর্শী ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যায়।
Discussion about this post