শহিদদের প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পণ”
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এর প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন নরসিংদী কেন্দ্রীয় শহিদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।



