তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কক্ষে মিউটেশন জমি সংক্রান্ত বিরোধ সমস্যা সমাধানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কুর সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, সার্ভেয়ার আব্দুল আলিম হোসেন, রোকন উজ্জামন, ইউপি সদস্য আজহার উদ্দিন।
গণশুনানিতে উপস্থিত ভুক্তভোগীরা হয়রানিসহ বিভিন্ন ক্ষোভ প্রকাশ করে তাদের সমস্যা তুলে ধরেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার বলেন-ভুক্তভোগীদের মিসকেস, নামজারী জমা প্রদান ও প্রয়োজনীয় সমস্যা সমাধানে উপজেলা ভূমি অফিসে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
সাধারণ মানুষ যেন খাজনা খারিজ সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে পারে। সবায় যেন নিজের অধিকার বুঝতে পারে। এ বিষয়ে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের সাথে গণশুনানি করা হবে।
Discussion about this post