কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর প্রচারণায় ব্যস্ত জাংগালিয়া ইউনিয়ন অা’লীগ নেতা কর্মী

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী এসএম রবিন হোসেনের প্রচারণায় ৬নং ওয়ার্ডে ব্যস্ত সময় অতিবাহিত করছেন জাংগালিয়া ইউনিয়ন অা’লীগ নেতা কর্মীরা।

বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর ৬ নম্বর ওয়ার্ডে জাংগালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়াম্যান গাজী সারওয়ার হোসেন জাংগালিয়া ইউনিয়ন অা’লীগ নেতা কর্মীদের নিয়ে সকাল থেকে সারা দিন ভোটারদের বাড়ি বাড়ি ছোটাছুটি করছেন।

তার ঘনিষ্ঠ সহযোগীরাও বিরামহীন পরিশ্রমের মাধ্যমে এস এম রবিন হোসেনকে বিজয় মালা পরিয়ে কাছে পেতে চান। পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায় এ সময় বিভিন্ন বাড়ী বাড়ী ঘুরে প্রচারপত্র বিতরনের পাশাপাশি সাধারণ ভোটারদরে নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌরসভার উন্নয়নে অংশগ্রহণ করার আহবান জানান দলীয় নেতার্কমীরা।

প্রচরণাকালে নেতাকর্মীরা বলেন, নৌকার মাঝি এসএম রবিন হোসেন একজন নিরহংকারী ভদ্রলোক। বিগত ১০ বছরে পৌর এলাকায় কোন উন্নয়নের স্পর্শ লাগেনি।

নৌকার প্রার্থী রবিন বিজয়ী হলে কালীগঞ্জ পৌর এলাকা উন্নয়নের ছোঁয়া পাবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। নৌকার বিজয় মানে সাধারণ মানুষের বিজয়।

তাই আগামী ২৮ ফেব্রুয়ারী নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তাঁরা। ১৫.২০ বর্গকিলোমিটার আয়তনের কালীগঞ্জ পৌরসভার লোকসংখ্যা ৫৪ হাজার ৯ শত ২৭জন এবং ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬ শত ৪০জন। নির্বাচনে ৪ জন মেয়র, ১০ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।