হোসেন বাবলাঃ দেশে সাম্প্রতিক করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক ভাবে বৃদ্ধিতে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় পতেঙ্গায় অবস্থিত বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতালে ৭ এপ্রিল বুধবার সকাল হতে আবারো বহির্বিভাগের পাশাপাশি ইনডোরে ফ্রি রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
পুনরায় চালু কার্যক্রমে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আরিফুল আমিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাঃ হোসেন আহম্মদ, সমন্বয় সচিব জাকের আহমদ খোকন,ডাঃ ইমরান বিন শওকত,
সেকান্দার আজম, আলী আকবর চৌধুরী,মোঃ সেলিম,এড. মীর তোফাজ্জল,আলাউদ্দিন ফারুক, জাইদুল ইসলাম দুর্লভ, দিদারুল আলম,পারভেজ নাহিয়ান, আব্দুল মোতালেব রানা , সারোয়ার আলম রাহাত, শাহাদাত হোসেন, গোলাম রাব্বী ,জোবায়ের বাশার প্রমুখ।
উল্লেখ্য,পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ২৪ ঘন্টা ইনডোর, আউটডোরে সম্পুর্ণ ফ্রি চিকিৎসা সেবা চালু থাকবে।
Discussion about this post