মধ্যম হালিশহর কলতান সংঘের নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড (১নং সাইট)মধ্যম হালিশহর কলতান সংঘের দ্বি-বার্ষিক নিবাচন ৩রা এপ্রিল শনিবার সংঘের নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়।
এর আগে নির্বাচন উপ-কমিটির তথ্যমতে মোট ১২৭জন ভোটারের মধ্যে ৩০জন বৈধ সদস্য ভোটার বিভিন্ন পদে মনোয়নপত্র সংগ্রহ করে প্রার্থী হয়েছিলেন। চূড়ান্ত মনোনয়নে ১৫জন নির্বাচিত হন।
এর মধ্যে প্রার্থীতা যাছাই-বাছাই ও প্রত্যারের ২ পদে চূড়ান্ত ৪প্রার্থীর মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত সহ-সাঃ সম্পাদক মোঃ আরিফ ৪০ ভোট এবং অর্থ সম্পাদক পদে মোঃ মহসিন ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অনুষ্ঠিত ভোটে দুটিপদেসহ সাঃ সম্পাদক মোঃ আরিফ ৪০ ভোটপেয়ে,নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাহাব উদ্দীন পেয়েছেন ৩৩ ভোট এবং অর্থ সম্পাদক পদে মোঃ মহসিন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরিদুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট।
এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী মোঃ নোমান ও সাধারণ সম্পাদক পদে হাজী কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। অন্যান্য১১পদে ১১জন মনোনয়ন প্রার্থী চূড়ান্ত ভাবে নির্বাচিত হন বলে নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান(সিইসি)মোঃ সরওয়ার আলম,সহকারী সিইসি-আব্দুল কাদের,আবু তাহের,সদস্য-আবুল কাশেম ও জয়নাল আবেদীন জানিয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারী স্বাস্থ্য বিধি মেনে প্রায় ৬৫% সদস্য তাদের ভোট প্রয়োগ করেন।