তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি : ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, করোণা ভাইরাস সংক্রমণে প্রতিরোধ গড়ে তুলি, রাষ্ট্রীয় আইন মান্য করি’ ও ‘অপ্রয়োজনে বাহিরে না যাই, মাস্ক ছাড়া সেবা নাই’
এ শ্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে ৬ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক। সরকার সর্বস্তরের জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেকে সরকারের এ নির্দেশ মানছেন না।
তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক পড়তে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য শুক্র ও শনিবার ২দিনব্যাপি থানা এলাকা, কালীগঞ্জ বাসষ্টেন্ড ও বাজারসহ সড়কে মাস্কবিহীন পথচারী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, বাস, মাহিন্দ্রের যাত্রী চালক, হেলপারদেরকে মাস্ক পড়িয়ে দেন অফিসার ইনচার্জ একে মিজানুল হক ও তার সহকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন -৭১ টিভি’র ষ্টাফ রিপোর্টার গাজীপুর ইকবাল আহমেদ সরকার, আর টিভি’র আজহারুল হক , মহনা টিভি’র আতিকুর রহমান আমীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, থানার উপ-পরিদর্শক সাদেকুর রহমান, শামীম মিয়া, শাহিকুল ইসলাম মাসুদ ও মোক্তাদির হোসেন প্রমূখ।
Discussion about this post