বিনোদন প্রতিবেদকঃ ০৪/০৫/২০২১
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ গোপনে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রকাশ হতেই সহকর্মী-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
ফেসবুকে পাঁচটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’
ছবিতে দেখা যায়, বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের পরনে লাল শাড়ি। দুজনের গলায় ফুলের মালা। ছবিতে তাদের বেশ আনন্দময় ও অন্তরঙ্গ দেখা যায়। হঠাৎ তাদের বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু সবাই তাদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি।
পরবর্তীতে জানা যায় মূল ঘটনা। নির্মাতা চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ নাটকে দেখা যাবে মনোজ ও মৌকে। শুটিং সেটেই তাদের কস্টিউমসহ ছবিগুলোই প্রকাশ করা হয়েছে।
Discussion about this post