চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার ,করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের ছুটিতে সবাইকে যার যার কর্মস্থলের এলাকাতেই থাকতে হবে এবার।
কিছু শর্তে গণপরিবহন চলার অনুমতি দিয়ে চলমান লকডাউন যে বাড়ছে, দুদিন আগেই তা জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব। বুধবার আনুষ্ঠানিকভাবে সেই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার সঙ্গে নতুন কিছু শর্ত যুক্ত করে এর মেয়াদ ১৬ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল।
নতুন শর্তে বলা হয়েছে, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করতে হবে।