শোকসংবাদঃ৫মে
চট্টগ্রামের অতিপরিচিতি প্রবীন সাংবাদিক মীর মেজবাহ উদ্দিন আহম্মদ(৬৫) আর নেই…(ইন্নালিল্লাহে ……. রাজেউন )। তিনি দীর্ঘদিন যাবত কঠিণ রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আজ ভোরে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেজবাহ চট্টগ্রামস্থ অনলাইন নিউজ পোটাল(নিউজ বিএনএ) সিনিয়র এডিটর,ফটোজার্নালিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, কনিয়া এবং বনপার সদস্য সহ বিভিন্ন পত্রিকার নিয়মিত ফটো সাংবাদিক হিসেবে খুবই পরিচিত মুখ।
তাঁর মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের সত্য সংবাদের সম্পাদক ও প্রকাশক,মুক্ত খবরের প্রধান নির্বাহী হাজী মোঃ হারুন উর রশিদ, বার্তা প্রধান-মিসেস রুনা হারুন, সিনিয়র রিপোটার, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাংবাদিক মোঃ নাছির উদ্দিন, মানবাধিকার নেতা মোঃ কবির হোসেন, সংগঠক মোঃ জাফর আহম্মদ কুতুবী সহ অনলাইন প্রেসক্লাবের সদস্য, কনিয়া এবং বনপার নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদণা জানিয়েছেন।
Discussion about this post