ডেক্স বার্তা:৭মে,চট্টগ্রাম
পবিত্র মাহে রমজানের শেষ জুমায়(শুক্রবার) জুমাতুল বিদা নামে খ্যাত।মুসলিম উম্মারা রমজানের শেষ দুপুরে মসজিদে মসজিদে সমবেদ হয়ে সালাত আদায় করে দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে বিশেষ মুনাজাত সহ মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান রাব্বুল আলা-আমিনের দরবারে দোয়া চাইবেন।
এছাড়া সরকারের ধর্ম মন্ত্রনালয় থেকে প্রেরিত বিশেষ নির্দেশনায় বৈশ্বিক মহামারি ”করোনাভাইরাস” মুক্তি লাভের জন্য দেশের সকল মসজিদ,মাদ্রাসা,এবাদত খানাতে বিশেষ মুনাজাত দেশ-জাতির কল্যাণ চেয়ে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।