আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় নারী ও শিশুর উপর ধর্ষন এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা শিরোনামে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ব্রতী সমাজ কল্যান সংস্থা ও বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার উপজেলা প্রশাসন ও সহযোগী এনজিওর অংশ গ্রহনে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে জনসমাবেশ করেছে।
ব্রতীর অনীতা রানীর সঞ্চালনায় সমাবেশে এসময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা সূধীর তির্কী, আদিবাসী যুব পরিষদের নরেন পাহান, সাবেক পৌর কাউন্সিলর মিল্টন উদ্দীন, সাংবাদিক দিলিপ চৌহান, ব্রতীর এলাকা সমন্বয়কারী বাবর আলী, বেলমতি পাহান, সন্ধ্যা বাকলী, জয়নুব আক্তার সহ অন্যান্য সূধীজন প্রমূখ।
সভায় নারী ও শিশুর উপর ধর্ষন এবং সকল যৌন সহিংসতা বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে সবাইকে সোচ্চার, সতর্ক এবং সম্মিলিত ভাবে প্রতিবাদী আওয়াজ তোলার আহবান জানান বক্তারা।
Discussion about this post