আসছে ঈদুল ফিতরে প্রচার হবে…………..
বিনোদন ডেক্সঃ
করোনাকালীন সবকিছুই চলছে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে। তাই ‘সীমিত পরিসরে বিয়ে’টাও সেরে নেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সারিকা সাবাহ। না, বিয়েটা তারা করেছেন নাটকের একটি দৃশ্যে। নাটকটির নাম ‘সীমিত পরিসরে বিয়ে’।
তবে এ নাটকে অভিনয়ের কথা শামীম নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। আর সেটাকেই ভক্তদের অনেকে ভেবে নিয়েছেন, সারিকাকে বাস্তবেই বিয়ে করেছেন শামীম। যে কারণে শামীম-সারিকাকে অনেকেই নতুন জীবনের জন্য অভিনন্দন ও শুভেচ্ছাও জানান।
সেই রেশ কাটার আগেই এবার ‘ফাঁইস্যা গেছি’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন শামীম ও সারিকা।নতুন নাটকটির ছবি ফেসবুকে পোস্ট করার পর কমেন্ট বক্সে অনেক ‘শামীম-সারিকা ফাঁইস্যা গেলেন’ বলেও মন্তব্য করেছেন।
‘ফাঁইস্যা গেছি’ নাটকটি আসছে ঈদুল ফিতরে প্রচার হবে বলে অভিনেতা শামীম জানিয়েছেন।
Discussion about this post