ডেক্স রিপোটঃ৮মে
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের কোভিড ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিই সংস্থাটির পক্ষ থেকে প্রথম কোনো চীনা ভ্যাকসিন অনুমোদন।
এই অনুমোদনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এই ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা যাবে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, এই অনুমোদন ভ্যাকসিনের নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে একটি সবুজ সংকেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন এবং মডার্নার কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সরকার গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
ভারত সেরাম ইনস্টিটিউটের উত্পাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রপ্তানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ
Discussion about this post