চান্দগাঁওপুলিশের অভিযানে নগদ টাকাসহ  জুয়ার আসর থেকে ৩ জন কে আটক

 

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ৭মে দুপুরে সিএমপির চান্দগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম চান্দগাঁও থানাধীন ইয়াছিন হাজীর বাড়ীস্থ বসুন্ধরা ক্লাবের পিছনে জনৈক নুরুর রিক্সার খোলা গ্যারেজে একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে নগদ ,৫৫০/ (তিন হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং বিভিন্ন রংয়ের ৪৮টি তাস সহ মোঃ ইলিয়াছ (৪৫), মোঃ জাফর (২৮), মোঃ রানা (৩০) দেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানা নিয়মিত মামলা  করা হয়েছে বলে থানার কর্তব্যরত অফিসার জানিয়েছেন।