পতেঙ্গার শিক্ষার্থী প্রিমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত: মরণব্যাধি থেকে বাচঁতে চাই

 শিক্ষা ও মানবিক সংবাদঃচট্টগ্রাম,০৮মে

শিক্ষিকা হবার স্বপ্ন নিয়ে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এ বারের এস এস সি পরীক্ষার্থী প্রিমা আচার্য্য। তার চিকিৎসার জন্য ২৮-৩0 লাখ টাকা প্রয়োজন । কিন্তু এত টাকা জোগাড় করতে পারছেন না তার দরিদ্র পরিবার ।প্রিমার বাবা একজন জ্যোতিষী ।

মা গৃহিণী, বড় বোন  এইচএসসি পরিক্ষার্থী। প্রিমার সুচিকিৎসার জন্য এত টাকা সংগ্রহ করতে না পেরে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবান মানুষের কাছে সহযােগিতা চেয়েছে পরিবারটি । মানুষের সহযােগিতা পেলে মেধাবী এই শিক্ষার্থী জীবনটা ফিরে পাবেন ।

চট্টগ্রামের সাতকানিয়া দুরদুরী চরতী ইউনিয়নে রুপক আচার্য্যর বাড়ী। তাদের দাম্পত্য জীবনে প্রিমা দ্বিতীয় মেয়ে। প্রিমার ইচ্ছা ছিল একজন আদর্শবাদী শিক্ষিকা হয়ে সমাজকে বদলে দেওয়ার কিন্তু সেই স্বপ্নভঙ্গের উপক্রম ।

প্রিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত । তাকে সহযোগিতা করার জন্য যোগাযোগ রুপক আচার্য্য০১৮১৮৮৯১০৪০,বিকাশ নাম্বারঃ 01818891040,ব্যাংক একাউন্ট নাম্বারঃ UCB bank 1583201000033850 কাটগড় পতেঙ্গা শাখা