বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে
হোসেন বাবলা:৯মে ,চট্টগ্রাম
চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল ৪নং রোডের সিয়াম’স সুপ্রিরিয়ার লিঃ (হাবিব গ্রুফ) আজ (০৯/০৫/২১ইং) রোববার সকাল থেকে শ্রমিক অসন্তোষ. দেখা দিয়েছে।
এসময় শ্রমিকরা বিশাল বহর নিয়ে বেপজা জোন অফিসের সামনে মানববন্ধন- বিক্ষোভ এবং পরে মিছিল সহকারে প্রতিষ্ঠানের হেড অফিস(কর্পোরেট অফিস),আগ্রাবাদস্থ বিজিএমইএ কার্যালয়ে কয়েকটি দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেছেন বলে প্রতিষ্ঠানে কয়েকজন স্থায়ী কর্মচারী জানিয়েছেন।
মানববন্ধন থেকে তারা মালিক পক্ষর দৃষ্ঠি আকর্ষণ করে বকেয়া বেতন-বোনাস,ছুটির টাকার দ্রুত পরিশোধ করে মানবেতর জীবন-যাপন থেকে রক্ষা করার জন্য উচ্চ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান।
এসময় আন্দোলন রত কয়েকজন শ্রমিক বলেন, মালিক পক্ষ(হাবিব গ্রুফের)সিয়াম’স সুপ্রিয়ার লিঃ কতৃপক্ষ কোন পূর্ব নোটিশ প্রদান না করে হঠাৎ ফ্যাক্টুরী বন্ধ করে দেন। আর শ্রমিকরা কবে অফিসে কাজে যোগদান করবে তাও নিশ্চিত করে না বলাতেই দীর্ঘদিন কর্মরত প্রায় ৪শত শ্রমিক রোববার থেকে প্রথমে ফ্যাক্টুরী গেইটের সামনে এবং বেলা ১২টার দিকে প্রধান সড়কে এসে বিক্ষোভ সহ মিছিল করেন।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বেপজার দায়িত্বরত কর্তার নিকট জানতে চাইলে, তারা এই বিষয়ে সরাসরি কোন কথা বলতে পারবেন না বলে আরো জানাই, বিষয় টি বিজিএমই কে অবগত করার জন্যশ্রমিক নেতৃবৃন্দ বা ভুক্তভোগিদের আগেই জানানো হয়েছে বলে জানান, তারা আরো জানাই-শ্রমিকদের চলতি মাসের বেতনও পরিশোধ করা হয়ছে, তবে বোনাস দিচ্চে কিনা তা আমাদের কে ঐ ফ্যাক্টুরী থেকে জানানো হয়নি।
বিক্ষোভ কালে নিকটস্থ ইপিজেড পুলিশ ও শিল্প পুলিশের দায়িত্বরত কর্মকর্তা,বেপজার আইন শৃংখলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্তিপূর্ন কর্মসূচি প্রত্যক্ষ করেন।
Discussion about this post