ডেক্স বার্তাঃ ১১ মে বাড়ি যাওয়ার পথে পদ্মা দীর চরে সন্তান প্রসব করেছেন এক নারী।রোববার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের পাইপাড়া এলাকায় মেয়ে শিশুর জন্ম দেন তিনি।দূরপাল্লার গণপরিবহন বন্ধ, পদ্মা পাড়ি দেওয়ার নৌযানও বন্ধ। এমন পরিস্থিতিতে একটি ট্রলারে করে এসে ওই স্থানে পৌঁছে সেখান থেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন তারা।
বর্তমানে মা সুমা আক্তার ও নবজাতক জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তারা সুস্থ আছেন। স্বামী নাহিদ হোসেন ও সুমা ঢাকার লালবাগে থাকেন। ঈদ উপলক্ষে বাড়ি বরিশাল হিজলাতে নিজের বাড়িতে যাচ্ছিলেন তারা।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, লঞ্চ ও ফেরি বন্ধ থাকায় ওই দম্পতি মাওয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে একটি ট্রলার ভাড়া করেন। কিন্তু ট্রলার চালক তাদের পদ্মার চরে নামিয়ে দেন। সেখান থেকে তারা হেঁটে গন্তব্যে রওনা হয়েছিলেন।
তিনি বলেন, পথে প্রসব বেদনা উঠলে ওই চরে স্থানীয় নারীদের সহযোগিতায় সুমা এক ফুটফুটে মেয়ের জন্ম দেন। ওয়াটার অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই মা ও নবজাতককে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করিয়েছি। তাদের যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করব।
সূত্রঃ দৈনিক সমকাল,অনলাইনভার্সন
Discussion about this post