ইপিজেড-৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল’এর’ শ্রদ্ধেয় পিতা মরহুম সাবের আহম্মদ কন্ট্রাঃএ ‘ প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণ শ্রদ্ধা নিবেদন করছি ।
উল্লেখ্য যে, তিনি সাবেক বন্দর থানা বিএনপির সহ-সভাপতি, ইপিজেড থানা কমিটির উপদেষ্টা এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা ও মসজিদ কমিটির গুরুত্ব পূর্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মহান রাব্বুল-আলা আমিনের দরবারে মরহুম সাবের সাহেবের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি
সহানুভূতি প্রকাশ করছি। উল্লেখ্য, তিনি ২০২০ সালের(২৭শে রমজানে) সন্ধ্যায় ইন্তেকাল করে ছিলেন।
প্রথম মৃত্যু বার্ষিকী পালনে- পারিবারিক ভাবে ছোট্ট পরিসরে খতমে কোরআন,দোয়া মাহফিল,বিশেষ মুনাজাত, কবর জিয়ারিত এবং এতিম -মাদ্রাসার ছেলে মেয়েদের ইফতার পরিবেশন সহ সকল আত্মীয়-স্বজন,দলীয় নেতৃবৃন্দ এবং দেশবাসীর শান্তি কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠান সম্পন্ন করেন।
Discussion about this post