,স্টাফ রিপোটারঃ১২মেচট্টগ্রাম
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেলেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা রকিবুল ইসলাম রকিব (২৮)। তিনি চট্টগ্রাম বন্দরের উপ সহকারী পরিবহন পরিদর্শক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন।
গতকাল সোমবার (১১ মে) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাকিবের আত্মীয় ফিরোজ হোসেন। তিনি জানান, গত ২৮ এপ্রিল থেকে রাকিব করোনা পজেটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এরমধ্যে তার অবস্থার অবনতি হয়। সোমবার (১১ মে) মধ্যরাতে তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৩টায় নিজ জেলা রাজবাড়ীতে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
Discussion about this post