হাটহাজারী প্রতিনিধিঃ১২মে
হালদায় ডিম ছাড়ার জো(তিথি) চলছে,বজ্রসহ চলছে বৃষ্টিপাত। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর। দিনের বেলায় জাল বসানোর তৎপরতা কমেছে। তাই উপজেলা প্রশাসন ভোর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
কার্প জাতীয় মাছের বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান করে ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
আইডিএফ সদস্য,আনসার সদস্যর,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেন।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুহুল আমিন।
Discussion about this post