ডেক্স রিপোটঃ১২
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৪৯৯ জন।এসময়ে করোনায় মারা গেছেন ৫ জন। ১২ মে,বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি সরকারি-বেসরকারি ল্যাবে ৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬৫ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮২ জন এবং উপজেলায় ২৭ জন। করোনাভাইরাসে নগরে ৩ জন এবং উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post