কর্ণফুলীতে ভূমি মন্ত্রির পক্ষে ঈদ উপহার বিতরণে আঃলীগ নেতা নাজিম উদ্দীন
কর্ণফুলীপ্রতিনিধিঃ১২মে// চট্টগ্রাম উপজেলার কর্ণফুলী চরলক্ষ্যা ইউনিয়নে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের পক্ষে থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও করোনাকালীন কর্মহীন অসহায়-দুস্থ ৩ হাজার(তিন হাজার) পরিবার কে ঈদ উপহার দেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হায়দার ।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হায়দারের সৌজন্যে পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে গত ১০মে এইচ.টি কনভেনশন হলে চরলক্ষ্যা এলাকায় আনুনিক ভাবে ঈদ উপহার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের – মোঃ ইসমাইল,কর্ণফুলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনাজিম উদ্দিন হায়দার ,চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক,আ.এন.ম মনিরুল ইসলাম,মনির আহমেদ, আয়ুব আলী,মাস্টার আমিন,এএম বাহাউদ্দীন, সাবেক ছাত্রলীগের সাঃসম্পাদক জীবন মঞ্জু, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি মোঃ আলী আকবর হায়দার ফোরকান মেম্বার, আলী আকবর , এস.এম জাকারিয়া, সুজন, পারভেজ,মামুন,হায়দার,আলাউদ্দীন সাজ্জাদ আরমান, মো. কাশেম,মোঃ সোবাহান,ওসমান,তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।