মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
সড়ক ভবন দিনাজপুর এর সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান। গতকাল শুক্রবার ৬ডিসেম্বর সকাল ৯টায় দিনাজপুর সড়ক ভবন প্রাঙ্গনে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর-দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক বিভাগ দিনাজপুর বাস্তবায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক ৩ তলা ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,রংপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান,দিনাজপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম,সড়ক বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা,উপ-বিভাগীয় প্রকৌশলী (১) মোহাম্মদ কামরুল হাসান সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (২)মোঃ শফিকুল ইসলাম মোল্লা ও উপ-সহকারী প্রকৌশলী সমির কুমার রায় প্রমুখ।
প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগন সড়ক ভবন প্রাঙ্গনে ৪টি লিচু গাছের চারা রোপন করেন।এছাড়াও প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান মাটি কেটে ৩ তলা ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।উক্ত কর্মসূচীতে দিনাজপুর সড়ক ভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।