বিশেষ প্রতিনিধিঃ১৭মে
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীনের নেতৃত্বে ও সংগীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী সড়ক বন বিভাগ অফিসের সংলগ্ন এলাকায় ১৬ মে রাত ১২টার সময় ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ শহিদুল ইসলাম (৪২) ও বাবলু মজুমদার (৪৬) কে আটক করেন।
ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উক্ত ফেন্সিডিল গুলো আব্দুল কাদের (৪৫) এর কাছ থেকে ক্রয় করে এনেছে। ধৃত ব্যক্তিদ্বয়ের দেওয়া তথ্য মতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইং ১৬/০৫/২০২১ তারিখ রাত ০২.০৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন শুলক-বহর আব্দুল হামিদ বাই লেইনে অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা সহ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০১টি নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃতঃ ১) মোঃ শহিদুল ইসলাম (৪২) পিতা-মৃত আমিনুল হক, মাতা-মৃত দোলোয়ারা খাতুন, স্ত্রী-সেলিনা আক্তার, সাং-উত্তর ওয়াহেদপুর, ৪নং ওয়ার্ড, আলম মিয়া সারেং বাড়ী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- আন্দরকিল্লা ফরেস্ট অফিসের পাশে, মোহাম্মদ বশির উদ্দিন এর বাড়ীর ৩য় তলা, থানা-কোতোয়ালী,জেলা-চট্টগ্রাম।
০২) বাবলু মজুমদার (৪৬) পিতা-মৃত পরিমল মজুমদার, সাং-সাতবাড়িয়া, ১৫নং ওয়াহেদপুর, ইউপি, মজুমদার বাড়ী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কাজীর দেউরী ১নং ঝুমুর গলি, সেলিনা আক্তারের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম। ০৩) আব্দুল কাদের (৪৫) পিতা-মৃত শুক্কুর আলী, সাং-হাড়িয়ালা, গরিপুর ইউপি, সেকান্দার ব্যাপারীর বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-শুলকবহর, বড় মাদ্রাসা, নজরুলের ভাড়াটিয়া, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।
Discussion about this post