বিশেষ প্রতিবেদনঃ১৮মে
নগরীর বন্দর থানাধীন সল্টগোলা রেলক্রসিংস্থ ঈশান মিস্ত্রির হাটে আগুনে পুড়ে যাওয়া ”বিছমিল্লাহ স্টোরে” ক্ষয়ক্ষতি মিটিয়ে জীবন-জীবীকার তাগিদে আবারো ব্যবসা প্রতিষ্ঠান করার প্রত্যয়ে ব্যাংক লোন,ধার-দেনা থেকে মুক্তি পেতে উচ্চ প্রশাসনের সহায়তা কামনা করছেন দোকানের মালিক কাজী মোঃ নাইম উল্লাহ সওদাগর(৫৫)।
তিনি আরো জানাই, গত২০/০৪/২১ইং রাত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার দোকানের প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিকটস্থ বন্দর থানায় জিডি নং১৩৪৭ সূত্রে জানা গেছে। ঐদিন ঘটনাস্থলে ডকবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘন্টা আপ্রাণ চেষ্টা করে অগ্নিকান্ড নির্বাপণ করেছেন বলে দোকানী নাইম জানিয়েছেন।
পরে দোকানী ঈশান মিস্ত্রির হাট দোকান মালিক সমিতির পরামর্শে বন্দর থানায় আগুনে পুড়ে দোকানের ক্ষয়ক্ষতি উল্লেখ করে গত ২৯শে এপ্রিল সন্ধ্যায় একটি ১৩৪৭ নংজিডি দায়ের করেন।এই প্রতিবেদক কে তিনি অত্যন্ত দুঃখের সহিত বলেন,দোকান পূর্নরায় প্রতিষ্ঠা করতে না পারলে মহামারি করোনাতে পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া তারঁ কোন গতি থাকবে না বলে জানান।তিনি এই ব্যাপারে চট্টগ্রাম দোকান মালিক সমিতি,চিটাগাং চেম্বার অব কমার্স সহ ব্যবসায়ী মহলের সু-দৃষ্টি কামনান করেছেন।
Discussion about this post