প্রতিনিধির খবরঃ১৮মে
- সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা করে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।
১৮ মে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে অংশ নেন রাঙামাটিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকেরা। প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, নিউজ২৪ এর রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।
সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি, দুর্নীতি নিয়ে একের পর এক নিউজ করেছেন সাংবাদিক রোজিনা। এতে কারা স্বাস্থ্যখাতে হরিলুট করেছেন তাদের চিত্র ফুটে উঠেছে। সেই আক্রোশ থেকেই তাকে সচিবালয়ের মতো জায়গায় পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের প্রশ্ন, কি এমন গোপনীয় নথি যেটার জন্য সাংবাদিক রোজিনাকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় হস্তান্তর করতে হয়েছে? সেই নথিতে কি ছিল জাতি জানতে চায়।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ার করে ব্ক্তারা বলেন, সাংবাদিকের কলম এতো নড়বড়ে নয় যে, নির্যাতন-হেনস্তা করলেই থেমে যাবে।যুগ যুগ ধরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলেছে, চলবে। দ্রুত সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।