নিজস্ব প্রতিনিধিঃ১৯মে
বকেয়া বেতন না দিয়ে ৩ মাস ধরে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পদ্মা ওয়্যারস লিঃ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।বুধবার (১৯ মে) সকাল থেকে ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।
পদ্মা ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবায়দুল বলেন, গত ফেব্রুয়ারিতে কারখানার মালিক পালিয়ে গেছেন।আর আমরা এখনো আমাদের পাওনা বুঝিয়ে পাইনি ,তাও ৪ বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ছুটির টাকা এবং মাসিক বেতন বকেয়া রয়েছে। তিন মাস ধরে কারখানা বন্ধ রয়েছে।
বেপজা কর্তৃপক্ষ বার বার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। আমাদের পাওনা আদায়ে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।আরা ২/৩দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে কঠোর শ্রমিক আন্দোলনের ডাক দিবেন বলে এই নিরীহ নারী শ্রমিকরা প্রতিবেদক কে জানিয়েছেন।
এদিকে, প্রায় দুই/তিন ঘন্টা ধরে চলা আন্দোলনের কারণে ইপিজেড সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। ইপিজেড থানার (উপ পরিদর্শক ) এস.আই-সাজেদুল ইসলাম(সাজেদ কামাল) বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে পদ্মা ওয়্যারস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।
বেপজা কর্তৃপক্ষ এসে আশ্বাস দেওয়ার পরও তারা সড়ক অবরোধ করে আছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর দুপুরের দিকে আন্দোলনরত নারী শ্রমিকরা মূল সড়ক ছেড়ে পাশের ফুটপাতে অবস্থান নেন।
Discussion about this post