দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দফতরে অন্যায় ভাবে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও পরে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার।
গতকাল ১৮ মে মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওসমান গণি এক বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর নি:শর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে সাংবাদিক নেতাদ্বয় বলেন, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাঁধা। যা দেশের গণতন্ত্রকে চরম ভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর উপর নির্যাতনের ঘটনায় যারা জড়িত, তাদের শাস্তির দাবি করেন নেতাদ্বয়।
এই ব্যাপারে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর পক্ষ থেকে গণতন্ত্রের মানস কন্যা ও দেশের উন্নয়নের রূপকার, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করেন।
Discussion about this post