বিশেষ প্রতিবেদকঃ২১
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন গ্রেফতারের এক মাস ২২ দিনের মাথায় জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন । বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেইট এলাকায় নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাত করা যায়নি।
উল্লেখ্য- গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঔইদিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-মহিলা সম্পাদক লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির ভুয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এসব মামলায় পুলিশ শাহাদাত হোসেনকে দফায় দফায় রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন নি।
Discussion about this post