নিজস্ব প্রতিনিধির খবরঃ২২মে চট্টগ্রাম
নগরীর বন্দর থানাধীন কলসিদিঘীর পাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. জসিম (৪২) নামের এক দোকানি আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
শুক্রবার ২১ মে দুপরে আনুমানিক ১টায় কলসিদিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। জসিম পটুয়াখালী ভাওয়াল উপজেলা দাশপাড়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে। তবে জসিম বন্দর এলাকায় চায়ের দোকান করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক মেডিকেলহাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, দুপুর ২টার দিকে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনে স্বজনেরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. মনির বলেন, আমার ভাই মাঝে মধ্যে নেশা করতেন। শুক্রবার দুপুরে ছেলেকে সিগারেট আনতে দোকানে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নিকটস্থ বন্দর থানায় একটি অপমৃত্যুর জিডি হয় বলে নিহতের ভাই সংবাদ মাধ্যম কে জানান।
Discussion about this post