সীতাকুন্ড মদন হাটে চা্উল ভর্তি ট্রাক উল্টে ৩ জন নিহত

সীতাকুন্ড প্রতিনিধিঃ ২২মে

চট্টগ্রাম সীতাকুন্ড  উপজেলার মদনহাট এলাকায় চালভর্তি ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। আহত আরো ১ জন। নিহত ব্যক্তি মো. শরীফুল ইসলাম (৪৬) নওগাঁ জেলার বজলগাছি গাছিয়া পাড়ার সাজ্জাদ মিয়ার ছেলে। নিহত অপর দুইজন আতিকুর রহমান (২৭), নবী হোসেন (৪০)। তারা ট্রাকের যাত্রী ছিলেন। তাদের ঠিকানা পাওয়া যায়নি। আহত ১ জনকে মুমুর্ষ অবস্থায় চমেক হাসপতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় চালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উন্টে গেলে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম মারা যান।

এসময় ট্রাকের আরোও তিন যাত্রী আহত হওয়ায় তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে  গেছে।