কবি নজরুল ইসলামের ১২২তম জন্ম দিবস কাল

নিজস্ব প্রতিবেদকঃ২৫মে

 লকডাউনের মাঝেই দেশের বিভিন্ন স্থানে  পালন করা  হচ্ছে  বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্ম বার্ষিকী। সোমবার ছিল ভারতের মাটিতে জন্ম নেওয়া বাংলাদেশের জাতীয় কবির ১২২ তম জন্মদিন।

২৫মে,বাংলা ১২ই জৈষ্ঠ্য বাঙ্গালী জাতীয় কবি, কাজী নজরুল  ইসলামের১২২তম জন্ম দিবস উদযাপিত হচ্ছে…।

 এদিন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের তম জন্মদিবস পালন করে মালদহ জেলার ইংরেজবাজার পৌরসভা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের নজরুলসরণি এলাকায় কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। মুখে মাস্ক পরে তারা শ্রদ্ধা জানান বিদ্রোহী কবিকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু এবং মালদা শিল্পী সংসদের সদস্যরা।

দক্ষিণবঙ্গেও পালিত হয়েছে বিদ্রোহী কবির জন্মদিন। এদিন কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করল ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দফতর। লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় তথ্য সংস্কৃতি দফতরের জেলা কার্যালয়ে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়।