ক্রীড়া প্রতিবেদকঃ২৪মে
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) -২০২১ কর্ণফুলীতে অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার।এ উপলক্ষে কর্ণফুলী উপজেলায় কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।রবিবার (২৩ মে) উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা’র সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক এর সঞ্চালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন টূর্ণামেন্ট পরিচালনার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
সভায় টূর্ণামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এতে কর্ণফুলী উপজেলা ফুটবল টীম-২০২১ এর ম্যানেজার হিসেবে মোঃ সাইফুদ্দিন মানিক ও কোচ হিসাবে এম এ রহিমকে মনোনীত করা হয়েছে। এছাড়াও বাছাই কমিটিতে আহ্বায়ক আলমগীর কবির ও সদস্য শেখ মুহাম্মদ, হাজী তালেব আলী, সুমন মের,মোঃ ফরিদ, মোঃ ফরহাদ হোসেন।
গ্রাউন্ড কমিটিতে আহ্বায়ক মোঃ ফরিদকে ও সদস্য মোঃ মামুন, সিদ্দিক বাবু, মোঃ মবিন, মোঃ সোহেল ও মোঃ আরমান। মিডিয়া কমিটিতে প্রধান সমন্বয়ক মোঃ নুরুল হক চৌধুরী ও সদস্য মোরশেদ আলম পাপফু, আকরাম হোসেন রানা কে দায়িত্বেরাখাহয়।
এবারও টুর্নামেন্টের আয়োজক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সহযোগিতা করছে ক্রীড়া পরিদফতর।প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলারদের খেলার সুযোগ অব্যাহত রাখতে সরকারের এ প্রকল্প বেশ সাফল্য দেখিয়েছে। পাশাপাশি উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি ইউরোপের কোনো দেশে পাঠাতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।আগামী ২৭ মে বিকাল ৩টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কর্ণফুলী এ.জে.চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে এই টূর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করা হবে এবং শেষ হবে ৩০ মে ।
Discussion about this post