পটিয়া প্রতিনিধিঃ২৪মে
পটিয়া ইন্দ্রপুল লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ২৪ মে ,দুপুরে পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ এবং পটিায়া আসনের এমপি আলহাজ্ব এম.শামসুল হক চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী , পটিয়া লবণ মালিক সমিতির সভাপতি, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। নব নির্বাচিত পৌর মেয়র আইয়ুব বাবুল, লবণ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই।
বাংলাদেশ লবণ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য আব্দুস সামাদ হেলাল,পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম ও সাধারণ সম্পাদক এম .এন .এ নাছির সহ লবণ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
হুইপ শামসুল(এমপি)অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিপেদের সময় ক্ষতিগ্রস্থদের ধয্য ধারণ করতে অনুরোধ জানান।