স্টাফ রিপোটারঃ২৫মে
স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন স্কুল খোলার ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রামের কিন্ডারগার্টেন সাথে জড়িত সকল সংগঠনের নেতারা।গঠন করা হয়েছে “বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ”নামে একটি নতুন সংগঠন। সব সংগঠন নেতারা ঐক্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার জন্য শপথ গ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শত শত স্কুল আজ বন্ধ হয়ে গেছে। কিন্ডারগার্টেন স্কুলের অনেক শিক্ষক আজ সব কিছু হারিয়ে পথে বসেছে। শিক্ষকরা আজ পেশা পরিবর্তন করতে হয়েছে পেটের জ্বালাই।স্কুল বন্ধের কারনে কোমল মতি ছেলেদের লেখা পড়া এক প্রকার শেষ হয়ে গেছে।দেশের সব কিছু চললেও আজ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ কেন এর জবাব কে দেবে বলে প্রশ্ন রাখেন নেতারা। চট্টগ্রামের মুরাদপুরস্থ হোটেল জামান এক্সক্লুসিভে চট্টগ্রামের ১০ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক লায়ন মোঃ দিদারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস এম দিদারুল আলম,কেয়ার মহাসচিব নজরুল ইসলাম খান, ন্যাশনাল কিন্ডারগার্টেন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান হাসান মুকুল,বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ যুগ্ম আহবায়ক মইনুদ্দিন কাদের লাভলু, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদস্য সচিব শেখ এ.রাজ্জাক রাজু,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব লুৎফুর রহমান আলম, চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারম্যান জিনাত আরা খানম তারা,রাসেদুল আলম মন্জু,ন্যাশনাল কিন্ডারগার্টেন ফোরাম বাংলাদেশের মহাসচিব কাজী সরোয়ার খান মন্জু,মো: রফিকুল ইসলাম ,আবদুল জলিল,কাজী আবদুর রহমান,হাজী মোহাম্মদ আবদুল লতিফ,মোহাম্মদ ছৈয়দুল আজাদ,মোহাম্মদইব্রাহীম খলিল জিকু, শামসুল আবেদীন সবুজ,জান্নাতুন রাবেয়া নুসরাত প্রমুখ।
উক্ত সভায় ১০টি সংগঠনের কর্মকর্তাদের নিয়ে ২টি কমিটি গঠন করা হয়। অধ্যাপক খোরশেদ আলমকে আহবায়ক ও লুৎফর রহমান আলমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং লায়ন মুহাম্মদ দিদারুল ইসলামকে স্থায়ী কমিটির প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম এবং সংগঠনের নাম “বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ”।সভায় “বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ” দাবি ১০ জুন থেকে স্কুল খুলে না দিলে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
Discussion about this post