কাউন্সিলর সুমন সিডিএর বোর্ড সদস্য নির্বাচিত হওয়ায় চসিক মেয়র কে শুভেচ্ছা  

প্রেস বিজ্ঞপ্তীঃ২৫মে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ )’রবোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় ৩৯ নং দক্ষিণ হালিশহরওয়ার্ডে র দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান হাজী  মোঃ জিয়াউল হক সুমন  আজ মঙ্গবার দুপুরে চসিক কার্যযালয়ে ফুলেল  শুভেচ্ছা বিনিময় করেন।

 এসময় মেয়র রেজাউল করিম কাউন্সিলর সমুনের সেবামূলক রাজনৈতিক কাজের প্রশংসা করেন এবং মুরব্বী সমাজের সু-পরামর্শে সিডিএর তথা উন্নয়ন মূলক সমন্বয় করে সাধন করা অনুরোধ জানান।