প্রেস বিজ্ঞপ্তীঃ২৫মে
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ”কমিউনিটি পুলিশ ফোরাম” গঠন কল্পে এক প্রস্তুতি সভা ২৫মে মঙ্গলবার দুপুরে বন্দরটিলাস্থ কাউন্সিলর কার্যযালয়ে হাজী ফরিদুল আলমের সভাপতিত্বে এবং মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেনা আক্তার সাথী কো-অডিনেটর,বক্তব্য রাখেন লোকমান হাকিম, মোঃ সেলিম রেজা, সেলিম আফজাল,মোতাহের মেম্বার, মোঃ জাবের হোসেন,নেছার মিয়া আজিজ,মো:মিজানুর রহমান মিজান,শারমিন ফারুক সুলতানা,কামরুন নাহার বেবি, মোঃ হারুনুর রশীদ,আইয়ুব, মোঃ ইউছুপ,আলী নেওয়াজ, এম,এ হাসান,আনোয়ারুল করিম রুশদী,চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ ,সাজ্জাদ হোসেন দুলাল,সাইফুল আমিন,জসিম উদ্দীন,নাছিমা আক্তার,রুমানা আক্তার, নুরুল আমিন সোহেল,বিলকিস আলম,কায়বুন্নেছা,নাছিমা বেগম, মোঃ জসিম উদ্দিন,রাসেল মাহমুদ প্রমুখ।
সভায় সকলের সর্ববসম্মতি ক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নিকটস্থ থানার অফিসার ইনচার্জ ও সুশীল সমাজের সু-পরামর্শ,নির্দেশ ক্রমে শীঘ্রই ”কমিউনিটি পুলিশ ফোরাম” গঠন করা হতে পারে বলে সভা থেকে জানা গেছে।
Discussion about this post