বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার ছালেহ আহম্মেদ তানভীর পিপিএম’র পক্ষ থেকে কোতোয়ালী থানাধীন ০৪টি বৌদ্ধ মন্দিরে কেক কেটে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। ২৬মে বুধবার সকালে ডিসি (দক্ষিণ)সহ কোতোয়ালী থানার ওসি মোহম্মদ নেজাম উদ্দীন এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্ম গুরু, সংগঠনের নেতা-নেত্রীগন এবং কোতোয়ালী থানাধীন পুলিশের পদস্থ কর্তাব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্ম গুরু এসময় সংক্ষিপ্ত বাণীতে বলেন, জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংসা পরম ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সাথে একত্রে বসবাস-নীতি উল্লেখ করে সকল ধর্মের মানুষের সাথে হিংসা ভেদাভেদ ভুলে একত্রে বসবাস করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পাওয়ার নিমিত্তে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থণা করার জন্য অনুরোধ করেন।
Discussion about this post