হোসেন বাবলাঃ২৭মে
নগরীর বন্দর থানা ধীন কলসি দিঘী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে বলে খবরপাওয়া গেছে।
দিবাগত বুধবার ,২৬ মে রাত ২টার দিকে বন্দর থানার সিইপিজেডর সন্নিকটে (ফ্রিপোর্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু বেগম(২৮),মোঃ শিপন (৩০),শিশু লামিয়া আক্তার (৩) ও শিশু জিহাদ (৬) বছরের। এদের মধ্যে নাজু ও মো. রায়েল, স্বামী-স্ত্রী। জিহাদ ও লামিয়া তাদের ছেলে-মেয়ে এবং শিপন রায়েলের ভাই বলে প্রতিবেশীরা প্রতিবেদক কে জানিয়েছেন।
বর্তমানে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।তিনি বলেন, ‘রাত আড়াইটার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে আনে স্বজনরা।
পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে দেন। বার্ন ইউনিটের ডাক্তার মোঃ রফিক উদ্দিন আহম্মদ জানাই, আহত দের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে আর দুই শিশু আপাদত সংখ্যা মুক্ত। তবে বাকি তিনজনের অবস্থা কিছুটা খারাপ, আমরা সর্বাত্মত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি তারা দ্রুত সেরে উঠবেন।
Discussion about this post