ডেস্ক রিপোটঃ২৭মে
বৃহস্পতিবার (২৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬ জন ও বিভিন্ন উপজেলার ৪৩ জন এবং অন্যান্য ভাবে ১জনের আক্রান্ত খবর দেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Discussion about this post