প্রেস বিজ্ঞপ্তঃ২৭মে
গতকাল ২৬মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম বার্ষিকীতে চট্টগ্রামস্থ নজরুল স্কোয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কবি নজরুলে স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় সংক্ষপ্তি সভা সংগঠনের সভাপতি এড. আবুল হোছাইন সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালানয় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ভাসানী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া। তিনি বলেন, জাতীয় কবি কাজ নজরুল ইসলাম তার কলমের মধ্যে দিয়ে যে কবিতা রচিত হয়েছিল তা সংগ্রামের বিপ্লব ঘটিয়েছে। তখনকার রাজপথে অস্ত্র হিসেবে কবির কবিতা ব্যবহারিত হয়েছে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে ৫২’র ভাষা আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছিল অপরিসীম, যার জন্য তাকে ব্রিটিশ শাসকরা কারাগারে নিক্ষেপ করেছিল। তাকে কারাবরণ করতে হয়েছিল সেখানেও তিনি থেমে থাকেন নি। কারাগারে বন্দি অবস্থায় তিনি কবিতা রচনা করে আরও বিদ্রোহ ঘটিয়েছেন। তিনি এমনও আন্দোলন শিখিয়ে গেছেন যা বর্তমান সময়ে নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। তাই আশা করি কবির কবিতা আবৃত্তি কারের মধ্য থেকে আমাদের শিক্ষা নিয়ে বর্তমান বাংলাদেশের যে বিরাজমান পরিস্থিতি তার থেকে উত্তোরণ হওয়া অত্যন্ত তাৎপর্য বহন করে।
এসময় আরও বক্তব্য রাখেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আজাদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক দপ্তর সম্পাদক এড. আব্দুল মান্নান, সাংস্কৃতিক দলের যুগ্ম সম্পাদক কবি ওসমান জাহাঙ্গীর, জানে আলম, সাংস্কৃতিক দলের নেতা আনন্দ ভিক্ষু, ওমর আলী রনি, বিশিষ্ট সংগঠক খোকন বড়ুয়া, রিটন চৌধুরী, রাখাল বড়ুয়া। বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরশাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই।
যা বর্তমানে নিরবিচ্ছিন্নতার কারণে সুযোগ পেয়ে অবৈধ একটি দুর্বল শাসক গোষ্ঠী ক্ষমতার সুবিধা ভোগ করছেন। গণতন্ত্র উদ্ধার সংগ্রামে সকল দেশপ্রেমিক ঐক্যবদ্ধ বিকল্প নেই। তাই কবির ১২২তম জন্ম বার্ষিকীতে থেকে শিক্ষা নেওয়া উচিত।
Discussion about this post